July 23, 2016

সালমানের গানে হিরো আলম, ভারতীয় গণমাধ্যমে ভিডিও নিয়ে তোলপাড়

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমের আলোচিত নাম হিরো আলম ও তার ভিডিও। সিডি বিক্রেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম বর্তমানে একজন ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী। শখের বসে শুরু করেন মিউজিক ভিডিও মডেলিং। নিজের ক্যাবল চ্যানেলে প্রচারিত সেই সব ভিডিও একসময় ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে আলম এবার সত্যিকারের ‘হিরো’ বনে গেলেন! ভারতীয় গণমাধ্যমে প্রচার পেয়েছে তার
বেশ কয়েকটি ভিডিও। আর তাতেই তোলপাড় গোটা বলিউড ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের পাশাপাশি বর্ডারের ওপারেও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন হিরো আলম। যে ভিডিও নিয়ে সেই ওয়েবসাইট দেশি মার্টিনি তে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি বলিউড সুপারস্টার সালমান খানের ‘হ্যালো ব্রাদার’ ছবির গানের বাংলা সংস্করণ। তাদের গণমাধ্যম বিষয়টিকে নিতান্তই হাস্যরস উৎপাদনের বিনোদন হিসেবেই নিয়েছে। এই নিয়ে তারা কোন সমালোচনা করেন নি, বরং সালমানের গান নিয়ে ভিডিও তৈরি করা ও তার মত করে নাচ গান করার সাহসের বাহবা দিয়েছেন সেই ফিচার সাংবাদিক।

0 comments:

Post a Comment