August 01, 2016

যে কারণে নিষিদ্ধ হতে হল সানি লিওনকে

বিনোদন ডেস্ক: পর্ন দুনিয়াকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বলিউডে এখন নিয়মিত। তিনি সানি লিওন। অনেক স্বপ্ন ছিল বলিউডের তিন খান সালমান, শাহরুখ এবং আমিরের সঙ্গে অভিনয়ের।
সালমান এবং আমিরের সঙ্গে অভিনয়ের সুযোগ না হলেও শাহরুখের সঙ্গে ইতিমধ্যেই অভিনয় করেছেন। তবে তা পুরো কোনো সিনেমায় নয়। শাহরুখের পরবর্তী সিনেমা ‘রইস’ এ একটি আইটেম গানে শাহরুখের সঙ্গে কোমর দুলিয়েছেন সানি।
তবে সানির জন্য খারাপ সংবাদ হলো-তার ওই গানটি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সানির পারফর্ম করা গানকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সেন্সর বোর্ড।
আগামী বছর মুক্তি পাবে শাহরুখ খানের পরবর্তী বিগ বাজেটের ছবি ‘রইস’। আর সেখানেই একটি আইটেম ডান্স করেছেন সানি। কিন্তু গোটা ছবিটি দেখানো গেলেও ওই একটি গান নিয়েই নাকি আপত্তি তুলেছে পাক সেন্সর বোর্ড। তাই পাকিস্তানে ‘রইস’ মুক্তি পেলেও দেখানো হবে না সানির আইটেম ডান্স।

Related Posts:

  • GP আবারো চালু করল বন্ধ সিমের অফার ৫ টাকায় 500MBGP আবারো চালু করল বন্ধ সিমের অফার৫ টাকায় 500MB । আপনার সিমটিঅফারের আওতায় অছে কি না জানতেBHK স্পেস দিয়ে মোবাইল নাম্বারলিখে পাঠিয়ে দিন 9999 এই নম্বরে ।আ… Read More
  • Gp Off Sim Offer 2016 GP Off SIM Offer 2016! All Gp Prepaid customers who have not been using their SIM since 5 December 2015 or before will eligible to enjoy special… Read More
  • Gp 3gGp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g Gp 3g … Read More
  • Amazing Off SIM Offer In Your Gp sim If you're a user of Grameenphone, you will be glad to know that. GP offers 2GB internet at 11tk for inactive / bondho / Off SIM.  If … Read More
  • Gp 2GB 10Tk Off Sim OfferGrameenphone comes with another 'off sim offer' for the all inactive customers. Under this offer all eligible customers can enjoy 2GB intern… Read More

0 comments:

Post a Comment