October 15, 2016

বাংলালিংক থেকে বাংলালিংকে MB ট্রানাস্ফার করার সিস্টেম।

আসসালামুআলাইকুম। আশা করি ভালোই আছেন।এবার সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি।বাংলালিংক থেকে বাংলালিংকে MB ট্রানাস্ফার করার সিস্টেম।.যখন তখন বন্ধুকে গিফট বা ট্রান্সফার করুন ইন্টারনেট, কিংবা ইমারজেন্সি প্রয়োজনে ফ্রেন্ড এর কাছে চেয়ে নিন কিছু ডাটা! .আপনি প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক হলেই এই ইন্টারনেট শেয়ারিং সার্ভিস আপনার জন্য প্রযোজ্য হবে।.গিফট, ট্রান্সফার বা চেয়ে নিতে এখনই ডায়াল করুন *5000*55# .ইন্টারনেট শেয়ারিং -এর মাধ্যমে পাওয়া ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*500# .সার্ভিস বিস্তারিত : .ইন্টারনেট গিফট করতে : .গিফট পাঠানোর সময় আপনার মূল অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটের চার্জ প্রযোজ্য হবে।.গিফট প্যাকের মূল্য ছাড়া অন্য কোনচার্জ নেই।.নিচের চার্ট অনুযায়ী আপনি গিফট পাঠাতে পারবেনঃ .দাম ! ভলিউম ! মেয়াদ .১০ ! ৪৫ এমবি ! ১ .১৫ ! ৬০ এমবি ! ৩ .২০ ! ১০০ এমবি ! ৭ .৩০ ! ১৬০ এমবি ! ৭ .৯৯ ! ৩০০ এমবি ! ৩০ .২১০ ! ১ জিবি ! ৩০ .৩৫০ ! ২ জিবি ! ৩০ .ইন্টারনেট ট্রান্সফার করতে : .আপনি ২৫ এমবি ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন, যার মেয়াদ থাকবে ১ দিন।.ইন্টারনেট ট্রান্সফারে এখন চলছে বিশেষ অফার, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার করা যাবে।.একটি নাম্বার থেকে দিনে একবারই ইন্টারনেট ট্রান্সফার করা সম্ভব।.আপনি শুধুমাত্র যে ইন্টারনেট ভলিউম কিনেছেন সেটাই ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না।.নিজের নাম্বারে ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না।.সোশ্যাল মিডিয়া প্যাক (facebook, whatsapp, viber, social pack) এবং নির্দিষ্ট সময় ভিত্তিক প্যাক থেকে ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন না।.ইন্টারনেট চেয়ে নিতে : আপনি ২৫ এমবি ইন্টারনেট অন্য বাংলালিংক নাম্বার থেকে চেয়ে নিতে পারবেন।.ইন্টারনেটের মেয়াদ থাকবে ১ দিন। এখন বিশেষ অফার চলছে, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার বা চেয়ে নেওয়া যাবে।.দিনে একবারই ইন্টারনেট ভলিউম চেয়ে নিতে পারবেন।.যিনি ইন্টারনেট পাঠাবেন তার “ইন্টারনেট প্রাপকের নাম্বার25MB” লিখে এসএমএস করতে হবে 5000 নাম্বারে।.আপনি শুধুমাত্র যে ইন্টারনেট ভলিউম কিনেছেন সেটাই ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না।.আপনি নিজের নাম্বারে ইন্টারনেট চেয়ে নেয়ার অনুরোধ করতে পারবেন না।

October 11, 2016

আবারো জিপিতে ফ্রি নেট ব্যবহার করুন। আপডেটঃ 2018।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি জিপি ফ্রি নেট নিয়ে। আর হ্যা সিমে কোন টাকা বা এমবি রাখবেন না। চলুন কথা না বাড়িয়ে কাজে

আসিঃ
Step 1: প্রথমেই নিচ থেকে সফটওয়্যার দুটি ডাউনলোড করে Install করুনঃ
1. Douid Vpn apk 2mb
2. Termial Emutor Apk 700kb
বিঃদ্রঃ ডাউনলোড করতে Uc Browser ব্যবহার করুন
Step 2: তারপর এখান থেকে Dorud Vpn account একটা খুলুন। স্কিনশট দেখুনঃ

AmarTips24.Com

ইমেইল চেক করুন, পাসওয়ার্ড পাবেন।

AmarTips24.Com

Step 3:
Setting>more>mobile network>access point names>new apn এ গিয়ে নিচের স্কিনশট এর মত apn create করুন।

AmarTips24.Com

তারপর apn টি সিলেক্ট করুন।

AmarTips24.Com

Step 4: এবার Dorud vpn সফটওয়ার টি open করুন। নিচের স্কিনশট দেখুনঃ

AmarTips24.Com


AmarTips24.Com


AmarTips24.Com

8 Dorid vpn connect হলে Terminator Emulation সফটওয়ার টি ওপেন করুন।স্কিনশট দেখুন

AmarTips24.Com


AmarTips24.Com

এখন সফটওয়্যার দুটি ব্যাকগ্রাউন্ড এ রেখে যেকোন ব্রাউজার দিয়ে চালান।আমি অপেরা দিয়ে টেস্ট করেছি।